বাংলাদেশ-আয়ারল্যান্ড টি২০ সিরিজের ট্রফি উন্মোচন
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার ৩ ম্যাচ টি২০ সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সোয়া ১১টায় হোটেল র্যাডিসন ব্লু’র সামনে খোলা পার্কে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস ও আয়ারল্যান্ড দলের অধিনায়ক পল স্টারলিং ট্রফিটি উন্মোচন করেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-২০। পরের দুটি ম্যাচ ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মত এবারও আয়ারল্যান্ড সিরিজের টিকিট পাওয়া যাবে অনলাইনে।
এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই জয় পায় টাইগাররা। ফলে টি২০ সিরিজের আগেই বেশ ফুরফুরে মেজাজে আছেন খেলোয়াড়রা।
বাংলাদেশ টি২০ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৫)
