অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার লকারে মিলেছে ৮৩২ ভরি স্বর্ণ
স্টাফ রিপোর্টার : অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় মানবতাবিরোধী মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার নামে থাকা দুটি লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণালংকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) লকার দুটি ভাঙার সময় সিআইসিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে লকারের একটি সিজার লিস্ট প্রস্তুত করা হচ্ছে। এর আগে লকার দুটি জব্দ করে এনবিআরের এই গোয়েন্দা সংস্থা।
সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল ব্রাঞ্চে থাকা ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার বাংলাদেশ ব্যাংকের রেগুলেশন অনুযায়ী ভাঙা হয়। দুটি লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার পাওয়া গেছে।
তিনি আরও জানান, স্বর্ণ ছাড়া ওই লকারগুলোয় আর কী কী জিনিস পাওয়া গেছে, তা সিজার লিস্ট প্রস্তুত শেষে জানা যাবে।
এদিকে একই দিন শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি লকারও খোলা হয়। সেখানে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান সামগ্রী পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন সিআইসির ওই কর্মকর্তা।
(ওএস/এএস/নভেম্বর ২৬, ২০২৫)
