গোপালগঞ্জ প্রতিনিধি : ‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি’ ‘আমিষেই শক্তি আমিষেই মুক্তি’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে শহরের হাউজিং মাঠে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও সদর উপজেলা ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রণি সম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন ডা. প্রিয়াংকা রানী মোদকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুন্ডু, খামারী গৌতম মজুমদার, রেশমা প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে একটি শহরের হাউজিং মাঠ থেকে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। প্রধান-প্রধান সড়ক ঘুরে হাউজিং মাঠে গিয়ে শোভাযাত্রাটি সমাপ্ত হয়।

এরপর অতিথিরা ওই মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনীর ৩২টি স্টল পরিদর্শন করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রভাষ চন্দ্র সেন জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের প্রথম দিনে উদ্বোধনী ও গোপালগঞ্জ শহরের হাউজিং মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে ৩২টি স্টল বসেছিল। এছাড়া এ সপ্তাহ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প, ভ্যাক্সিনেশন ও স্কুলের শিশুদের দুধ পানসহ বিভিন্ন কর্মসূচী রয়েছে। আগামী ২ ডিসেম্বর প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান হবে বলে জানান ওই কর্মকর্তা।

(টিবি/এএস/নভেম্বর ২৬, ২০২৫)