তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে মুকসুদপুর থানার ওসির কাছে আবেদন করে মহারাজপুর ইউনিয়ন পরিষদের ৭ সদস্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) মুকসুদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) মোস্তফা কামালের কাছে তারা এ আবেদন করেন।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। পদত্যাগকারী ওই ইউপি সদস্যরা হলেন, মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা, ২ নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সদস্য ঈমান আলী, ৪ নং ওয়ার্ড সদস্য মো: সাদিকুর রহমান সাদেক, ৬ নং ওয়ার্ড সদস্য মো: মজিবর ফকির, সংরক্ষিত ১, ২, ও ৩ নং ওয়ার্ড সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড সদস্য হেনা আক্তার।

আবেদনে তারা উল্লেখ করেন, আমরা নিন্ম স্বাক্ষরকারী ০৮ নং মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য জনপ্রতিনিধিগণ লিখিতভাবে আমার আপনাকে অবগতি করছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোন প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকব না।
ওসির কাছে জমা দেয়া আবেদনপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরার পর থেকে এলাকায় চঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

২ নং ওয়ার্ড সদস্য মো: জাহিদুল ইসলাম বলেন, এভাবে আমাদের ওসির কাছে আবেদন দেয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিলো। আমরা সে বিষয়ে আলাপ আলোচনা করছি।

১ নং ওয়ার্ড সদস্য মো: কবির মোল্যা বলেন, বিগত দিনে আওয়ামী লীগ একটি শুদ্ধ রাজনৈতিক দল ছিল। যে কারণে আমরা আওয়ামী লীগের রাজনীতি করতাম। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এই দলের রাজনীতির সাথে যুক্ত থাকলে হয়তো আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে। এমন ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি। আওয়ামী লীগের সাথে আর সম্পৃক্ত থাকবো না।

তবে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল আবেদন পাওয়ার কথা অস্বীকার করে বলেন, তার আমার থানায় এসেছিলেন। এসময় তাদের কাছে এলাকার খোঁজ খবর নিলে তারা জানায় এলাকার পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোন আবেদন পাইনি। তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছে সে বিষয়টি আমার জানানেই।

(টিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)