বগুড়া প্রতিনিধি : বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বিজয় দিবস আন্ত:কলেজ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে সরকারি আজিজুল হক কলেজ চ্যাম্পিয়ন হয়েছে।

বৃহস্পতিবার ফাইনালে সরকারি শাহ সুলতান কলেজকে ৭ রানে হারিয়ে এই গৌরব অর্জন করে। সকালে শহীদ চাঁন্দু স্টেডিয়ামে টসে জিতে সরকারি আজিজুল হক কলেজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৬৬ রান করে। ১৬৭ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে সরকারি শাহ সুলতান কলেজ ৯ উইকেটে ১৫৮ রান করলে সরকারি আজিজুল হক কলেজ ৭ রানের জয় পায়। আজিজুল হক কলেজের পক্ষে আশরাফুল ও রা’দ ৩টি করে উইকেট লাভ করেন।

বিজয়ী দলের অধিনায়ক আসকার আদিব ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। খেলা শেষে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস মাঝে ট্রফি বিতরণ করেন। পুলিশ সুপার মোজাম্মেল হক, পিপিএম অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। অন্যান্যের মাঝে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান মিলন, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদিকা দিলরুবা আমিনা বানু সুইট, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল এবং উভয় কলেজের শরীর চর্চা শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, প্রথমবারের মত জেলার ৮টি কলেজ দলকে নিয়ে বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করে।

(এএসবি/অ/ডিসেম্বর ১৮, ২০১৪)