নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
নগরকান্দ প্রতিনিধি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ পালিত হচ্ছে।
এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আজ বুধবার সকালে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন, আলোচনা সভা এবং ‘প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫’-এর অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব দবির উদ্দিন।
সম্মানিত অতিথি ছিলেন সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এল ইও) ডা. মোঃ গোলাম আজম, উপ-সহকারী দাউদুর রহমান ও লাইফ স্টক সার্ভিস প্রোভাইডের সকল সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
র্যালিতে উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় কৃষক, খামারি ও জনসাধারণ অংশ নেন। পরে প্রাণিসম্পদ প্রদর্শনীতে গবাদিপশুর উন্নত জাত, আধুনিক খামার ব্যবস্থা, রোগ নিয়ন্ত্রণ প্রযুক্তি ও পশুপালন সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশীয় জাতের উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব হবে। তারা খামারিদের আধুনিক প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও উৎপাদন বৃদ্ধিতে সরকারিভাবে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় জনগণ ও অংশগ্রহণকারীদের উপস্থিতি প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
(পিবি/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)
