পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
একে আজাদ, রাজবাড়ী : "দেশী জাত, অধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদ হবে উন্নতি" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কার্যালয় চত্ত্বরে এ প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে অনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে প্রাণিসম্পদ প্রদর্শন করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিবৃন্দ। প্রদর্শনী শেষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ পৃথ্বীজ কুমার দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এবাদত হোসেন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
আলোচনা সভা শেষে প্রদর্শনীদের মাঝে বিভিন্ন ক্যাটাগড়িতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।
এ প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলার খামারীরা দেশী-বিদেশী জাতের হাঁস, মুরগী, গরু, ছাগল, মহিষ, ঘোড়াসহ বিভিন্ন পশুপাখি নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন খামারী ও উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণিপেষার মানুষ উপস্থিত ছিলেন।
(একে/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)
