সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবন থেকে শিকার করা ৩২ কেজি হরিণের মাংস, ২টি মাথা, ৮টি পা ও ২ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদসহ আক্তার বিশ্বাস (৪০) নামের এক শিকারিকে আটক করা হয়। 

আজ বুধবার ভোরে বাগেরহাটের মোংলা উপজেলার কানাইনগর এলাকায় পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এই শিকারিকে আটক করে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন কানাইনগর এলাকা থেকে হরিণের মাংস, পা, মাথা ও ফাঁদসহ শিকারি আক্তার বিশ্বাসকে আটক করাপ হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

(এস/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)