চাটমোহর প্রতিনিধি : “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি: আমিষেই শক্তি, আমিষেই মুক্তি।” প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ প্রাণিসম্পদ প্রদর্শণীর উদ্বোধণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতীকী পায়রা উড়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী প্রাণিসম্পদ প্রদর্শণীর স্টলগুলো পরিদর্শন করেন এবং খামারিদের সাথে কা বলেন।

আলোচনা সভায় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা: উম্মে আরেফিন এর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শোয়েব রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক মাসুদ রানা, খামারি মো. সাইফুল ইসলাম, মো. আবুল কাশেম, সুলতানা পারভীন, মোছা. রিনা পারভিন প্রমূখ।

সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী এলাকায় মোট ৩০টি স্টল স্থাপন করা হয়েছে, যেখানে স্থানীয় খামারিদের উদ্ভাবনী উদ্যোগ, গবাদিপশুর উন্নত জাত, আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন আমিষ উৎপাদন উপকরণ প্রদর্শিত হচ্ছে।

(এস এইচ/এসপি/নভেম্বর ২৬, ২০২৫)