ফরিদপুরে কন্যাশিশুকে ধর্ষণের দায়ে বাবা গ্রেপ্তার
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলা একালায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১১ বছর বয়সের নিজের কন্যাশিশুকে ধর্ষণের দায়ে ধর্ষক বাবা শামীম বেপারী (৩৩)কে গ্রেপ্তার করেছে র্যাব।
নিজের বাবা কর্তৃক ধর্ষণের শিকারের মতো বর্বরোচিত ওই ঘটনাটায় কন্যাশিশুটির মামা আব্দুস ছত্তার খানের করা একটি মামলায় ধর্ষক শামীম বেপারীকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে উত্তরাধিকার ৭১ নিউজকে ধর্ষক শামীম বেপারী (৩৩) এর গ্রেপ্তারের খরবটি নিশ্চিত করেছেন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর মিডিয়া বিভাগের সহকারি পরিচালক ও সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস কর্মকার।
র্যাব জানায়, মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৮টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী শামীম বেপারী (৩৩), পিতা- শাহজাহান বেপারী, সাং- চরচাঁদপুর কোলপাড়, থানা- সদরপুর, জেলা- ফরিদপুর ’কে গ্রেপ্তার করে।
র্যাব-১০ ও ভুক্তভোগী শিশুটির পারিবাকি সূত্রে জানা যায়, ফরিদপুর সদরপুর থানার চরবিষ্ণুপুর ইউনিয়নের চরচাঁদপুর কোলপাড় এলাকায় গত ৭ নভেম্বর তারিখ বিকাল আনুমানিক সাড়ে চারটার দিকে ফরিদপুর সদরপুর আল এহসান ইসলামীয়া মাদ্রাসার ৩য় শ্রেণীতে অধ্যয়ণরত কন্যাশিশু (১১) কে, সদরপুর থানাধীন ভঁ’ইয়া ডাঙ্গী সাকিনস্থ আফসার কাজীর কাঠ বাগানে ঔষধি গাছ আনার কথা বলে নিয়ে যান, এবং সেখানে ধর্ষণ করেন।'
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।
ফরিদপুরের সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় উত্তরাধিকার ৭১ নিউজকে এ বিষয়ে জানান, 'আসামি শামীম বেপারিকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে এবং আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।'
(আরআর/এএস/নভেম্বর ২৭, ২০২৫)
