স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। মাঠের লড়াই শুরুর আগে এখন চলছে টেবিলের লড়াই—অর্থাৎ দল গোছানোর ব্যস্ততা। আগামী ৩০ নভেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত প্লেয়ার্স ড্রাফট বা নিলাম। এবারের নিলামে দলগুলোর বাজেট, খেলোয়াড় ডাকার নিয়ম এবং বিদেশি খেলোয়াড়দের ক্যাটাগরিতে এসেছে বড় ধরনের পরিবর্তন।

নতুন দল, নতুন সমীকরণ এবারের আসরের সবচেয়ে বড় চমক নতুন ফ্র্যাঞ্চাইজি ‘নোয়াখালী এক্সপ্রেস’। তাদের অন্তর্ভুক্তিতে দলের সংখ্যা দাঁড়িয়েছে ছয়ে। অংশগ্রহণকারী দলগুলো হলো—রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস। নতুন দল যুক্ত হওয়ায় নিলামের কৌশল ও সমীকরণে এসেছে বাড়তি মাত্রা।

বিদেশি ক্রিকেটার : ২৫০ জনের তালিকা ও বাজেট এবারের নিলামে প্রায় ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে ৫টি ক্যাটাগরিতে ভাগ করেছে বিসিবি।
‘এ’ ক্যাটাগরি: ভিত্তিমূল্য ৩৫ হাজার মার্কিন ডলার।
‘বি’ ক্যাটাগরি: ভিত্তিমূল্য ২৬ হাজার মার্কিন ডলার।

অন্যান্য : ‘সি’, ‘ডি’ ও ‘ই’ ক্যাটাগরির খেলোয়াড়দের ভিত্তিমূল্য ২০ থেকে ১৫ হাজার ডলারের মধ্যে।

নিলামে ডাকার সময় প্রতি ডাকে ১ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত দাম বাড়তে পারে। প্রতিটি দলকে নিলাম থেকে অন্তত দুজন বিদেশি ক্রিকেটার কিনতেই হবে এবং বিদেশি কোটায় ন্যূনতম ৩.৫ লাখ ডলার খরচ করা বাধ্যতামূলক। এছাড়া সরাসরি চুক্তিতে সর্বোচ্চ দুজন বিদেশি নেওয়া যাবে।

দেশি ক্রিকেটার: ক্যাটাগরি ও ভিত্তিমূল্য দেশি ক্রিকেটারদের ৬টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির সর্বোচ্চ ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা এবং সর্বনিম্ন ‘এফ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১১ লাখ টাকা।
এ: ৫০ লাখ টাকা
বি: ৩৫ লাখ টাকা
সি: ২২ লাখ টাকা
ডি: ১৮ লাখ টাকা
ই: ১৪ লাখ টাকা
এফ: ১১ লাখ টাকা

দেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৪.৫ কোটি টাকা খরচ করতে পারবে (সরাসরি চুক্তিবদ্ধ দুজন বাদে)। নিলাম থেকে ‘এ’ ক্যাটাগরির অন্তত ১ জন, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ থেকে ৩ জন করে এবং ‘ই’ থেকে কমপক্ষে ২ জন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক। তবে ‘এফ’ ক্যাটাগরি থেকে ইচ্ছামতো খেলোয়াড় নেওয়া যাবে।

বাজেট ক্যাপ ও সরাসরি চুক্তি দেশি ও বিদেশি মিলিয়ে একটি দল খেলোয়াড়দের পেছনে সর্বোচ্চ ৯ কোটি টাকা ব্যয় করতে পারবে। সরাসরি চুক্তির নিয়মে বলা হয়েছে, একটি দল সর্বোচ্চ দুজন দেশি ও দুজন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের বাইরে রেখে সই করাতে পারবে। তবে শর্ত হলো—সরাসরি চুক্তিতে অন্তত একজন দেশি ও একজন বিদেশি থাকতেই হবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। তার আগে ৩০ নভেম্বরের নিলামে কোন দল কতটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে শক্তিশালী স্কোয়াড গড়তে পারে, সেটাই এখন দেখার বিষয়।

(ওএস/এএস/নভেম্বর ২৭, ২০২৫)