জর্জিয়ায় ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা থেকে সরে দাঁড়াল প্রসিকিউটর
ইমা এলিস, নিউ ইয়র্ক : জর্জিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে চলমান ফৌজদারি বিচারের কার্যক্রম থেকে হঠাৎই করে সরে দাঁড়াল প্রসিকিউটর। ফলে বুধবার সমাপ্তির দিকে এগোলো এ মামলাটি। মামলার দায়িত্ব নেওয়া নতুন প্রসিকিউটর ঘোষণা করলেন যে তিনি আর এটি এগিয়ে নেবেন না।
জর্জিয়া প্রসিকিউটিং অ্যাটর্নিস কাউন্সিলের নির্বাহী পরিচালক পিট স্কান্ডালাকিস, যিনি ফুলটন কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসের ২০২০ সালের নির্বাচনে হস্তক্ষেপ–সংক্রান্ত ট্রাম্প ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে মামলাটি গ্রহণ করেছিলেন, বিচারকের কাছে একটি নথি দাখিল করে জানান যে তিনি আর এই মামলার বিচারকার্য চালাবেন না।
নিজের ২২ পৃষ্ঠার জমা দেওয়া স্মারকে স্কান্ডালাকিস লিখেছেন, মামলাটি এখন জীবনধারণে সহায়ক যন্ত্রে ঝুলছে এবং একে নিয়ে কী করা হবে, সেই সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে আমার ওপর নির্ভর করছে। তবে পরিবারের সদস্যদের মতো আবেগপূর্ণ সিদ্ধান্ত আমার নিতে হচ্ছে না এই মামলার প্রতি আমার কোনো ব্যক্তিগত আবেগ নেই।
তিনি আরও লিখেছেন, একজন সাবেক নির্বাচিত কর্মকর্তা হিসেবে—যিনি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পরিচয়ে ভোটে দাঁড়িয়েছি, আর এখন নির্দলীয় একটি সংস্থার নির্বাহী পরিচালক আমার এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়; বরং এটি আমার আইনি উপলব্ধি ও বিশ্বাসের ভিত্তিতে নেওয়া।
(আইএ/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
