লালপুর প্রতিনিধি : নাটোর -১ (লালপুর -বাগাতিপাড়া) আসনের আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের বিলবোর্ড ভেঙে ও ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টির মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিমের ঈগল মার্কা প্রতীকের প্রচারণা চলছে লালপুর-বাগাতিপাড়া আসনের ১৫ টি ইউনিয়ন ও ২ পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে। প্রতিদিন এএসএম মোকাররেবুর রহমান নাসিমের ব্যক্তিগত পরিচিতি ও দলীয় আদর্শ মানুষের কাছে তুলে ধরে কর্মীদের কাজে ব্যাপক সাঁড়া সাড়া পড়েছে নির্বাচনী এলাকায়।

এবি পার্টির নেতা আলহাজ্ব হাসমত আলী বলেন, আমাদের প্রার্থীর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যত দিন যাচ্ছে লালপুর-বাগাতিপাড়া আসনে ঈগল প্রতীকের বিজয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমাদের জনপ্রিয়তায় ভয় পেয়ে একটি গোষ্ঠী এ নোংরা কাজ করছে। তাই দয়ারামপুর এলাকাসহ বিভিন্ন স্থানে বিলবোর্ড ভেঙ্গে ফেলা হচ্ছে, পোষ্টার ছিঁড়ে ফেলা হচ্ছে।

এ ব্যাপারে এএসএম মোকাররেবুর রহমান নাসিম বলেন, আমি মনে করি এহেন কাজ রাজনৈতিক এক্টিভিস্ট নয়, এটা ফ্যাসিবাদী কার্যক্রম। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

(এম/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)