লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে সপ্তাহব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলব।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে সরোয়ার জাহান মানিকের সঞ্চালনায় ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তানবীন রুবাইয়া সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুব্রত কুমার সরকার প্রমূখ।

এবারের প্রদর্শনীতে মোট ২৬ টি স্টল অংশ নেয়। গরু, ছাগল, হাঁস-মুরগি, কবুতর, কোয়েল সহ বিভিন্ন পশুপাখির পাশাপাশি প্রদর্শিত হচ্চে। পাশাপাশি রয়েছে উন্নত পশুখাদ্য, ভেটেরিনারি সেবা, দুগ্ধজাত পণ্য ও আধুনিক খামার প্রযুক্তি। স্থানীয় খামারিরা নিজেদের উদ্ভাবনী উদ্যোগ ও সফলতার অভিজ্ঞতা তুলে ধরে।

(এম/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)