কোপের দৃশ্য দেখে নারী অচেতন
হাজারীবাগে মাদক সিন্ডিকেটের চাপাতির কোপে যুবক গুরুতর জখম
মোহাম্মদ সজীব, ঢাকা : ঢাকার হাজারীবাগ এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে দুটি গ্রুপের সংঘর্ষে শুক্কুর (৩২) নামে এক যুবককে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনায় একজন নারী কোপের দৃশ্য দেখে অচেতন হয়ে পড়েন। বর্তমানে আহত শুক্কুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরের দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার নিমতলী এলাকায়।
স্থানীয়রা জানায়, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার একটি মাদক সিন্ডিকেট, যা “বেলচা গ্রুপ” নামে পরিচিত, নিমতলী বস্তি এলাকায় তাদের প্রভাব বিস্তার ও দখল নিতে গিয়ে শুক্কুরের ওপর হামলা চালায়। এ সময় ৫ থেকে ৭ জন ধারালো অস্ত্র নিয়ে শুক্কুরকে ধাওয়া করে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ধাওয়া খেয়ে শুক্কুর একটি দোকানের টিনের চালে উঠে পড়েন। পালানোর সময় পাশের একটি মোদি দোকানের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এরপর হামলাকারীরা তাঁকে রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কোপ দেয় এবং দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলার সময়ের ভয়াবহ দৃশ্য দেখে পাশে থাকা এক নারী অচেতন হয়ে পড়েন।
এলাকাবাসী জানান, রায়েরবাজার এলাকায় একাধিক মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। ব্যবসায়িক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলা হয়েছে। তবে মাদক ব্যবসায়ীদের ভয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হচ্ছেন না। ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। এটি মাদক ব্যবসায়ীদের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষের ফল। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এসকেডি/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
