সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রস্তাবের প্রতিবাদে ও ৮ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের পাশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নার্স, মিডওয়াইফ, নার্সিং কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার দুপুর দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের তরগাঁও মোড়ে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ বিক্ষোভ ও সমাবেশের অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ সমাবেশে সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তব্য রাখেন সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের প্রভাষক মোহাম্মদ মহিউদ্দিন, প্রভাষক জাকির হোসেন, প্রভাষক রীনা আক্তার, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স কামরুজ্জামান প্রধান, পোস্ট বেসিক বিএসসি শিক্ষার্থী মাহফুজ আহমেদ ও তুহিন সরকার।

বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা মানুষের জীবনরক্ষার অন্যতম প্রধান স্তম্ভ। তাই এই অধিদপ্তরকে বিলুপ্ত বা একীভূত করা নয়, বরং আরও শক্তিশালী ও যুগোপযোগী করা জরুরি। তাঁরা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারে দাবী করেন।

(এসকেডি/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)