সোনাতলায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : "পলিথিন ফেলে দিন'পাটের ব্যাগ হাতে নিন" মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার সোনাতলায় পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প কর্তৃক আয়োজিত পরিষদের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এই প্রশিক্ষণে উপজেলার প্রান্তিক চাষীরা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম (জেডিও), কৃষিবিদ ওসমান শেখ, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিঠু কুমার সাহা, জেলা অফিস সহকারি রুহিত ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি পাট চাষের উপর গুরুত্ব আরোপ করে বলেন, আর যাতে করে আমাদের প্রতিবেশী দেশ থেকে পাট বীজ আমদানি করতে না হয় সে দিকে খেয়াল রাখতে এ অঞ্চলের কৃষকদের প্রতি আহ্বান জানান।
(বিএস/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
