নগরকান্দায় খামারীদের দোরগোড়ায় প্রাণি সেবা
নগরকান্দা প্রতিনিধি : জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় দিনের মতো বাড়ি বাড়ি গিয়ে ভেটেরিনারি সেবা কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদি গ্রামে ফ্রি ভ্যাক্সিনেশন মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় ১০০টি গরুকে তড়কা রোগের টিকা দেওয়া হয় এবং প্রায় ২০০টি গরুকে বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে চলমান এ সেবা কার্যক্রমে এলাকাবাসী ব্যাপক সাড়া দিচ্ছেন। গৃহপালিত পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে সপ্তাহজুড়ে বিভিন্ন ইউনিয়নে কৃত্রিম প্রজনন সেবা, ভ্যাকসিনেশন, বিনামূল্যে কৃমিনাশক ওষুধ বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম চলবে।
এতে সাধারণ কৃষক ও পশুপালকরা বিনামূল্যে সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম নিয়মিত করার দাবি জানান।
(পিবি/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
