নগরকান্দায় নার্সেস এসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ
নগরকান্দা প্রতিনিধি : সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে এবং আট দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার সালেহা পারভিন। এসময় বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি রোমানা খাতুনসহ হাসপাতালের নার্স ও মিডওয়াইফবৃন্দ।
বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত নার্সদের মর্যাদা, প্রশাসনিক কাঠামো ও পেশাগত উন্নয়নের ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা ও আট দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
(পিবি/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)
