রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরের সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৬০ কেজি শামুক জব্দ করেছে বন বিভাগ। বুধবার (২৬ নভেম্বর) রাতের দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হাজির মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় এসব শামুক জব্দ করা হয়। পরে জব্দকৃত শামুকগুলো আজ বৃহস্পতিবার সকালে সুন্দরবনের চুনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

এসময় সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক, বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি নির্মল মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মুন্সিগঞ্জ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল মন্ডল বলেন, শামুক সুন্দরবনের খাদ্যশৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ। এভাবে অবৈধভাবে আহরণ করলে বন ও জলজ পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শামুকগুলো সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। এ ছাড়া পাচারচক্রে কারা জড়িত তা শনাক্তে তদন্ত করা হচ্ছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মোঃ ফজলুল হক জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে।

(আরকে/এসপি/নভেম্বর ২৭, ২০২৫)