বিপুল কুমার দাস, রাজৈর : ২৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় মাগরিব বাদ বন্দরনগরী টেকেরহাটে রাজৈর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে টেকেরহাটস্থ বিএনপির কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট গৌরাঙ্গ বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ ফকির, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সভাপতি রাজু আহমেদ বাবুল, যুব নেতা শেখ মহিউদ্দিন মহি, বিএনপি নেতা মাসুদ ফকির, পান্নু শেখ, বশার শেখ, হিরু মোল্লা, যুব নেতা তামিম শেখ প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি লিয়াকত শেখ। তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে যাতে নেতৃত্ব দিতে পারেন সেই তৌফিক দান করার দরখাস্ত রেখেছেন আল্লাহর দরবারে।

(বিকেডি/এএস/নভেম্বর ২৮, ২০২৫)