সেই আমার আমাকে
শাহ জামাল উদ্দিন
সেই আমার আমাকে কোথাও পাইনা খুঁজে
গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্তে ।
রূপালি কৈশরের ভরা যৌবনের
সেই আমি
আসে যদি কখনো আমার দরজায়
বসে আছি অপেক্ষায় ।
সেই কৃষ্ণচূড়া দিনের বসন্তের
পহেলা বৈশাখের আমি
যতভাবে আঁকা যায় অখন্ড রেখায়
বসেবসে নির্জনতায়
আমাকে আঁকি
আর দ্বিধাহীন ভালোবাসি ।
ছায়াময় অতিতের সাথে
বসবাস করি
সেই আমার আমাকে
কোথাও পাইনা খুঁজে আমি ।
