রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) অন্তর্বর্তীকালীন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) এক সরকারি সফরে ফরিদপুর আসছেন। এসময় ফরিদপুর সদর উপজেলায় সারাদিনব্যাপী কয়েকটি সেমিনার ও অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি একাধিক বিদ্যালয় পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামীকাল (২৯ নভেম্বর ২০২৫) শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার সরকারি কার্যক্রম ও শিক্ষা খাতের সার্বিক অগ্রগতি পরিদর্শনের উদ্দেশ্যে ফরিদপুর সদর উপজেলায় আগমন করবেন।

সকাল ৮ টায় ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন শিক্ষা উপদেষ্টা। ফরিদপুরে পৌঁছে সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহত্তর ফরিদপুর জেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের নিয়ে 'শিক্ষা ব্যবস্থাপনায় ও গুণগত মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা' শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ করবেন তিনি।

এরপর, দুপুর সাড়ে ১২ টায় টিটিসিতে হাই স্কুলের শিক্ষকদের জন্য আয়োজিত এক ফাউন্ডেশনে কোর্স কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

এছাড়া, দুপুরে একটায় ফরিদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন, দুপুর ২:টায় ফরিদপুর মুসলিম মিশন পরিদর্শন এবং বিকেল সাড়ে ৩ টায় কবি জসীমউদ্দীন হলে 'আবদ আল্লাহ জহির উদ্দিন স্মৃতি পুরস্কার' প্রধান অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার।

সারাদিন ফরিদপুরে ব্যস্ত সময় পাড় করার পর সন্ধ্যা ৬ টায় ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ছাড়ার কথা রয়েছে শিক্ষা উপদেষ্টার।

অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মানবাধিকারকর্মী। তিনি মার্চ ২০২৫-এর শুরুতে এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিক্ষা খাতে সংস্কার ও অগ্রগতি'র জন্য কাজ করে যাচ্ছেন।

(আরআর/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)