সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট- ২ (ফকিরহাট, রামপাল ও মোংলা ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড, শেখ ফরিদুল ইসলাম আজ শুক্রবার সকালে রামপাল উপজেলার  বেতকাটা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শতাধিক কৃষকের মাঝে উন্নতমানের ধান বীজ বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে বিএনপি চেয়ারপাসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধান বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, বিএনপি কৃষকদের জন্য কাজ করছে। বিএনপি কৃষকদের দল। পানারা আগামীতে বিএনপিকে দেশ পরিচালনার সুযোগ দিলে কৃষকদের স্বার্থে কৃষি কার্ড চালু করবে। কৃষি ঋণ আরো সহজ করা হবে। বাংলাদেশের কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বিএনপি সর্বাগ্রে কৃষি ও কৃষককে প্রাধান্য দেবে। উপকূলীয় এই এলাকায় লবন সহিঞ্চু জাতের ধান ও অন্যান্য ফসল ফলাতে আরো উন্নত গবেষণা করে কৃষিকে সমৃদ্ধ করাসহ প্রান্তিক কৃষকদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে।

(এস/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)