রূপক মুখার্জি, নড়াইল : নড়াইল জেলার লোহাগড়া শহরের ঐতিহ্যবাহী ও প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান জয়পুর পরশমনি মহাশ্মশান পরিচালনা কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার বিকালে জয়পুর পরশমনি মহাশ্মশান প্রাঙ্গণে পরিচালনা কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত্যুঞ্জয় দাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী,
জয়পুর পরশমনি মহাশ্মশান পরিচালনা কমিটির সাবেক সভাপতি বলদেব বিশ্বাস, বিশিষ্ট সমাজসেবক কমল কৃষ্ণ বালা, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, বিশিষ্ট ধর্মানুরাগী পলাশ চক্রবর্তী মদনসহ প্রমূখ।

সভা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে মিলন ভট্টাচার্যকে সভাপতি, সঞ্জিত কুমার দাসকে সাধারণ সম্পাদক ও সুদর্শন কুন্ডু ছোটনকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য জয়পুর পরশমনি মহাশ্মশান পরিচালনা কমিটির আংশিক কমিটি গঠন করা হয়েছে।

নব গঠিত কমিটির নেতৃবৃন্দ আগামী ১০ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এদিকে জয়পুর পরশমনি মহাশ্মশান পরিচালনা কমিটি গঠন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়।

(আরএম/এসপি/নভেম্বর ২৮, ২০২৫)