স্পোর্টস ডেস্ক : দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামে শেষ পর্যন্ত দল পেলেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে থাকা এই দুই ক্রিকেটার প্রথমে নিলামে কোনো দল পাননি, যা কিছুটা চমকের সৃষ্টি করেছিল। পরে তাদের নাম আবার ডাকা হয়।

নিলামে ভিত্তিমূল্যের ৩৫ লাখ টাকায় রংপুর রাইডার্স মাহমুদউল্লাহকে কিনেছে। একই ভিত্তিমূল্যে রাজশাহী ওয়ারিয়র্স মুশফিককে দলে ভিড়িয়েছে।

এ দুই খেলোয়াড় তাদের নতুন দলের সঙ্গে খাপ খাইয়ে দলের কাঙ্ক্ষিত পারফরম্যান্সে অবদান রাখবেন। বিশেষ করে রংপুর ও রাজশাহী দলের ব্যাটিং অর্ডার ও মিডল-অর্ডার পরিকল্পনায় তাদের অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে।

এবারের বিপিএল নিলামের ‘বি’ ক্যাটাগরিতে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ওঠে। ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা থেকে বিড শুরু হলেও ছয় ফ্র্যাঞ্চাইজির কেউই বিড করতে রাজি হয়নি।

একই পরিস্থিতির শিকার হয়েছিলেন মুশফিকুর রহিমও। অবশেষে দুজনই বিপিএলে দলের সঙ্গে যুক্ত হলেন।

(ওএস/এএস/ডিসেম্বর ০১, ২০২৫)