রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটি কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা আজ সোমবার দুপুরে কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন সভাপতিত্বে উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে। কাপ্তাইয়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

উপজেলা সম্প্রসারিত ও ভবন জাতীয় পতাকা ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত ও আলোকসজ্জা করা হবে। ঐ দিন সকাল সাড়ে আটটায় উপজেলা কর্ণফুলী স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং পরে বিভিন্ন বাহিনী ও শিক্ষার্থীদের সমন্বয়ে কুজকাওয়াজ অনুষ্ঠিত হবে।

এছাড়া, কাপ্তাই বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টেডিয়ামে ৩ দিনব্যাপী বিজয় মেলা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতিমূলক সভায় কাপ্তাই সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, কাপ্তাই স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা, কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান সমুহের প্রধান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, ক্রিড়া, হেডম্যান, গণমাধ্যমকর্মী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় কেন্দ্রীয় সরকারের নির্দেশনা অনুযায়ী কাপ্তাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

(আরএম/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)