একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী‌তে অ‌ভিভাবক‌দের তোপের মু‌খে প‌ড়ে নির্ধা‌রিত সম‌য়ের এক ঘণ্টা পর শুরু হ‌য়েছে রাজবাড়ীর সরকারী টাউন মক্তব সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের দুইটি শাখার পরিক্ষা।

আজ সোমবার সকালের দি‌কে জেলা প্রশাসক সুলতানা আক্তারের মধ‌্যস্থ‌্যতায় সা‌ড়ে ১১টার দি‌কে পরীক্ষা শুরু হয়।

এর আগে সকা‌লে অ‌ভিভাবকরা তা‌দের সন্তান‌দের নি‌য়ে টাউন মক্তব সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় পরীক্ষা কেন্দ্রে গে‌লে শিক্ষকরা পরীক্ষা নিতে অস্বীকৃতি জানায়। এ সময় শিক্ষক ও অ‌ভিভাবক‌দের ম‌ধ্যে শুরু হয় উত্তে‌জেনা। এক পর্যা‌য়ে বিদ‌্যালয়টির দ্বিতীয় শাখায় হাতাহা‌তি হয় উভয়ের মধ্যে। এতে ভী‌তিগ্রস্থ হ‌য়ে প‌ড়ে ছোট্ট শিক্ষার্থীরা। প‌রে স্থানীয় সু‌ধিজন, সদর উপ‌জেলা নির্বাহী অফিসার, জেলা প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার ও জেলা প্রশাস‌কের মধ‌্যস্থ‌্যতায় বিদ‌্যালয়‌টির দুইটি শাখায় পরীক্ষা শুরু হয়। ত‌বে যারা পরীক্ষায় অনুপ‌স্থিত থাক‌বে তা‌দের পরীক্ষা প‌রে নেওয়া হ‌বে ব‌লে জানা‌নো হয়।

এদিকে পরীক্ষা না নি‌য়ে কর্মবির‌তি পালন ও উৎসা‌হকারী শিক্ষক‌দের চিহিৃত করে উর্দ্ধতন কর্তৃপ‌ক্ষের সা‌থে আলোচনা ক‌রে ব‌্যবস্থা‌ নেবার আশ্বাষ দেন জেলা প্রশাসক। বিচ্ছন্ন দুই এক‌টি বিদ‌্যালয় ছাড়া সকল বিদ‌্যাল‌য়ে পরীক্ষা চল‌ছে ব‌লে তি‌নি জানান।

উল্লেখ‌্য, রাজবাড়ী‌র ৫ উপ‌জেলায় ৪৮২‌টি সরকারী প্রাথ‌মিক বিদ‌্যালয় র‌য়েছে।

(একে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)