ঈশ্বরদী প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি–জামায়াত সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা বাঁধন হাসান আলিমের দায়ের করা মামলায় পাবনা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমির আবু তালেব মন্ডলসহ ৩২ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলায় ৩১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। 

আজ সোমবার পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক তরিকুল ইসলাম এই জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার (২৯ নভেম্বর) সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আবু তালেব মন্ডলসহ মোট ৩২ জনকে আসামি করা হয়।

আসামিপক্ষের আইনজীবী সুলতান মাহমুদ এহিয়া জামিন মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী উপজেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ বলেন, “জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতারা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা করেছিলেন। আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক ৩১ জনের জামিন মঞ্জুর করেন।”

তিনি জানান, তুষার নামের আরও এক আসামি আদালতে অনুপস্থিত থাকায় তার জামিন মঞ্জুর হয়নি।

গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি যগির মোড়ে নির্বাচনী প্রচারণাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে ছয়জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

(এসকেকে/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)