হাবিবুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে পরকীয়ার জেরে আমিনুর ইসলাম সোহান (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল রবিবার উপজেলার বলরামপুর গ্রামে রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, রবিবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বের আমিনুর। এরপর বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে গ্রামটির পূর্বপাড়ার একটি বাড়িতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
সোমবার সকালে প্রতিবেশীরা তাকে বাড়ির আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে দেখে তার মরদেহ ঝুলে আছে।

স্থানীয়রা জানান, আমিনুর রহমান সোহান দুই সন্তানের জনক। তিনি ডিশ লাইনের টেকনিশিয়ানের কাজ করতেন। আমিনুরের পাশের পাড়ার এক নারীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এ নিয়ে তার নিয়ে সংসারে সমস্যা চলছিল। এরই জেরে সে আত্মহত্যা করতে পারে।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার ওসি কবির হোসেন মাতুব্বর বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

(এইচআর/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)