রিপন মারমা, রাঙ্গামাটি : “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে স্কুল ফিডিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে কাপ্তাই চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা বিশ্ব মিত্রর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম।

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বাড়লে শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ডিম ও কলা অন্যান্য প্রাণিজ আমিষ জাতীয় খাবার বিতরণ করা হয়, যা শিশুদের পুষ্টি চাহিদা পূরণে এবং সুস্থ বিকাশে সহায়তা করবে।

কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী বলেন, সারা দেশে প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, রোগ প্রতিরোধ ও পুষ্টি ব্যবস্থাপনায় আমাদের দপ্তর কাজ করছে। দেশের অর্থনৈতিক উন্নতি এবং শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে উন্নত জাতের প্রাণিসম্পদ পালন ও প্রাণিজ খাদ্যের গুরুত্ব তুলে ধরেন।

তিনি আরও বলেন, “শিশুদের সুস্বাস্থ্য ও মেধার বিকাশে প্রোটিন ও ক্যালসিয়ামের কোনো বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচির মাধ্যমে আমরা সেই পুষ্টির বার্তাটি সকলের কাছে পৌছে দিতে চাই।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা ও উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) চিংহ্লাউ মারমা, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ওশিক্ষক-শিক্ষিকাসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

(আরএম/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)