খালেদা জিয়ার সুস্থতা কামনায় বরিশালে দোয়া-মোনাজাত
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় বরিশালের গৌরনদীর শরিকলে বেসরকারি হালিমা-মান্নান মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও সৌদি আরব পূর্বাঞ্চল শাখার শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন আজাদের আয়োজনে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বাদ আছর অনুষ্ঠিত দোয়া-মিলাদের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য একেএম শহিদুল আলম ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জামিল হোসেন পানু, মাসুম মৃধা, রুহুল আমিন মৃধা, ইউনিয়ন যুবদল নেতা জসিম উদ্দিন, মাসুম হাওলাদার, পনির প্রমুখ।
একইদিন বাবুগঞ্জ উপজেলার আগরপুর আলতাফ মেমোরিয়াল স্কুল মাঠে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যান ফ্রন্ট ও পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ন আহবায়ক ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তপন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রার্থনা সভার পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহবায়ক তপন মিত্র, অর্জুন বৈদ্য, সুভাষ বেপারী, সুজয় দাস প্রমুখ।
(টিবি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)
