আওয়ামী লীগ নেত্রীর স্বামী ও ছেলের বিরুদ্ধে হামলার অভিযোগ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বসতবাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জেরধরে হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লাখেরাজ কসবা গ্রামের।
আজ সোমবার ওই গ্রামের বাসিন্দা দশরথ দাস অভিযোগ করে বলেন, বসতবাড়ির দুই শতক জমি নিয়ে প্রতিবেশী আওয়ামী লীগ নেত্রী সালাম আক্তার ছবির স্বামী আহাদুল ইসলামের সাথে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় রবিবার দুপুরে কোন কারন ছাড়াই জমি দখলের জন্য আহাদুল এবং তার স্ত্রী সালাম আক্তার ছবি, ছেলে সিয়াম, ভাতিজা নাদিম আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় তিনিসহ (দশরথ দাস) চারজন আহত হয়েছেন। গুরুতর আহত দুইজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে আহাদুল ইসলামের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিবি/এসপি/ডিসেম্বর ০১, ২০২৫)
