ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ফুলপুর উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোতাহার হোসেন তালুকদার।

ফুলপুর সরকারি ডিগ্রী কলেজের সাবেক ভিপি এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, মিজানুর রহমান সেলিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম তোজাম্মেল হক রুবেল, রকিবুল হাসান সোহেল, একেএম সাদেকুল হক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য ওয়াহেদুজ্জামান মিঠুন, যুবদল নেতা একেএম আরিফুল হক, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মোবারক শিকদার, ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান হীরা, যুবদল নেতা আশিকুল হক মানিক প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ফুলপুর উপজেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এসআই/এএস/ডিসেম্বর ০২, ২০২৫)