ইমা এলিস, নিউ ইয়র্ক : যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ঐতিহ্যবাহী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচনে সভাপতি পদে আরেফিন বাবুল ও সাধরাণ সম্পদক পদে আহমেদ হাসান শান্ত নির্বাচিত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৩০ নভেম্বর) গ্লোবাল মল অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রতিযোগীতায় দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারের নির্বাচনে কোন প্যানেলই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। উভয় প্যানেল থেকে বিভিন্ন প্রতিযোগী বিজয়ী হন। বাবুল-রউফ প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হন আরেফিন বাবুল এবং শামিম-শান্ত প্যানেল থেকে সাধরাণ সম্পদাক নির্বাচিত হন আহমেদ হাসান শান্ত।

অন্যান্য বিজয়ীরা হলেন যথাক্রমে-সহ সভাপতি জাহিদ ইসলাম শ্যামল (শামিম- শান্ত প্যানেল) ও সঞ্জয় দাস রিপন (বাবুল–রউফ প্যানেল), যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ তুহিন খান (শামিম-শান্ত প্যানেল), অর্থ সম্পাদক নীপা দাস (শামিম- শান্ত প্যানেল), সাংগঠনিক সম্পাদক আহমেদ রউফ সাদি (বাবুল– রউফ প্যানেল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সিন্ধা দত্ত মনি (বাবুল- রউফ প্যানেল), জনসংযোগ সম্পাদক মেহজাবিন নাজ (শামিম- শান্ত প্যানেল), ক্রীড়া সম্পাদক রেদোওয়ান পলাশ (শামিম-শান্ত প্যানেল)

নির্বাহী সদস্য ৫ জন যথাক্রমে আবু তালুকদার, নাজমিয়া মাহতাব জারা ও বেলায়েত হোসেন রতন ৩ জনই শামিম- শান্ত প্যানেল, বাবুল– রউফ প্যানেল থেকে মোহাম্মদ হুমায়ূন কবীর ও সোহরাব উদ্দিন আহমেদ।

নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার রেজা করীম। এছাড়াও ছিলেন মোহাম্মদ খান রাসেল, ইলা চন্দ, মহিন উদ্দিন দুলাল ও রাসেল ভূঁইয়া।

(আইএ/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)