রূপক মুখার্জি, নড়াইল : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে শহরের লক্ষ্মীপাশাস্হ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা পর্ষদের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সাবেক কোষাধক্ষ্য তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জি'র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো: আহাদুজ্জামান বাটু।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান সান্টু, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক খোকন কুন্ডু, সদস্য সচিব প্রদীপ চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, সাংগঠনিক সম্পাদক অরুপ চক্রবর্ত্তী, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কিশোর রায়, পৌর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গৌতম সাহা, সদস্য পলাশ গুহ বিষ্ণু, সাধন কর্মকার, রূপ কুমার, শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নিপু চক্রবর্তী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, সাইফুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রিয়াজুল ইসলাম মুন্নাসহ প্রমূখ।

সভা শেষে মন্দিরের প্রধান পুরোহিত সুকান্ত চ্যাটার্জি বিপ্লব ও বিশিষ্ট ধর্মানুরাগী পলাশ চক্রবর্তী মদনের নেতৃত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা করা হয়। অনুষ্ঠিত প্রার্থনা সভায় সহস্রাধিক ভক্ত অনুরাগী উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)