টঙ্গীতে খালেদা জিয়ার জন্য মহানগর যুবদলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া
মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়া'র সুস্থতা কামনায় আঞ্জুমান হেদায়েতুল উম্মত মাদ্রাসা মাঠে এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে বিশেষ মোনাজাত করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে গাজীপুর মহানগর ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগরের আঞ্জুমানে হেতায়াতুল উম্মত বাংলাদেশ এর মাঠে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রায় দেড় শতাধিকের অধিক এতিম মাদ্রাসা শিক্ষার্থী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিত্র কুরআন খতম করেছে। গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রিপনের সঞ্চালনায়, যুগ্ম আহবায়ক মোঃ ফয়সাল হোসেন ও মসিউর আলম মসির তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম সাজু। বিশেষ অতিথি ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু। দোয়া পরিচালনা করেন, ৪৯নং ওয়ার্ড ইমাম ঐক্য পরিষদের সভাপতি, ৪নং ব্লক মসজিদের ইমাম মুফতি মীর মাসউদুর রহমান কাসেমী।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের নেতৃবৃন্দ, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১নং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, ৪৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মজিবর রহমান মাস্টার সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।
(জেজে/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
