সোনাতলায় তৈরি হচ্ছে ৮২ হাত লম্বা বাইচের নৌকা
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় একটি ৮২ হাত বিশাল দৃষ্টিনন্দন বাইচ খেলায় নৌকাটি গ্ৰামবাসীরা মিলে তৈরি করিয়ে নিচ্ছেন। তবে প্রতিনিয়ত নৌকাটি দেখার জন্য লোকজনের ভিড় লেগেই থাকে। এটি তৈরি করা হচ্ছে বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের সোনাকানিয়াতে।
গ্ৰামবাসীরা জানিয়েছেন, আমাদের গ্রামের লোকজন বহুবছর ধরে নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থানে নিজস্ব নৌকা নিয়ে খেলায় অংশগ্রহণ করেন। ফলে তাদের ঐতিহ্য ধরে রাখতে এবারও বাইচের নৌকা তৈরির উদ্যোগ নিয়েছেন।
গ্ৰামের মোসলেম উদ্দিন বলেন, ২২টি পাড়া নিয়ে আমাদের গ্রাম। শিক্ষার পাশাপাশি বিনোদনে বেশ এগিয়ে।
ইলিয়াস আলী জানান, ৪ যুগ ধরে বর্ষাকালে গ্রামবাসীদের উদ্যোগে বাড়তি বিনোদনের জন্য স্থানীয় বাঙালি নদীতে নৌকা বাইচের আয়োজন করা হয়।
এলাকাবাসী জানায়, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের ভুমিকা অনবদ্য। গ্রামবাসীদের অর্থায়নে এই দৃষ্টি নন্দন নৌকা তৈরির কাজ হাতে নেয়া হয়েছে। এই নৌকা তৈরিতে কুড়িগ্রাম থেকে আনা হয়েছে ৫ জন কারিগর। তারা নিরোলস ভাবে কাজ করে যাচ্ছেন। নৌকা তৈরির কারিগর জানিয়েছেন নৌকা তৈরিতে চুক্তি হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা।
তারা আরো বলেন, এই বাইচের নৌকা তৈরির জন্য শিশু, শাল ও সেগুন কাঠ প্রয়োজন। তবে সেই কাঠ গুলো যশোর অঞ্চল থেকে আনা হয়েছে। কাঠ নির্মাণ সামগ্রী ও কারিগরদের মজুরী সব মিলিয়ে ব্যয় নির্ধারন ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।
কারিগর মাইদুল ইসলাম জানান, ১৫ দিন ধরে নৌকাটি তৈরি করা হচ্ছে।আর হয়তোবা দু-এক দিনের মধ্যে কাজ শেষ হবে। যেহেতু এটি নদীতে বাইচ খেলায় অংশগ্রহণ করবে সেহেতু কাঠের নিচে লোহার সিট বসানো হয়েছে। মজুরি নেয়া হয়েছে দের-লাখ টাকা।
নৌকা তৈরি কমিটির সভাপতি এ্যাড, জাহিদুল ইসলাম মুন্নু ও সাধারণ সম্পাদক এ্যাড, আব্দুল ওয়াহেদ বলেন, বাইচের নৌকা তৈরি করা তাদের গ্রামবাসীদের ঐতিহ্য স্বাধীনতার পর থেকে ওই গ্রামের বাসিন্দাদের উদ্যোগে নৌকা তৈরি, খেলাধুলার আয়োজন কর হয়। এমনকি দেশের বিভিন্ন স্থানে বিগত দিনে নৌকা বাইচে অংশ নিয়ে ১ম স্থান অর্জন করে বহু পুরস্কার লাভ করা হয়েছে।
(বিএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)
