সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলার ভাকোয়াদী কিন্ডার গার্টেন স্কুলে জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের বিদায় দেয়া হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক শারমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গাজীপুর -৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসউদুর রহমান মাসউদের পরিচালনায় বরেণ্য অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রবীণ নেতা ও গাজীপুর জজ কোর্টের জিপি অ্যাডভোকেট মোঃ সোলায়মান দর্জী, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলাইমান মোড়ল, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আকন্দ প্রমুখ।

এসময় অন্যান্যের মাঝে কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)