সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় মোংলা ও বাগেরহাট শহরে কোরআন খতম, দোয়া মাহফিল ও তার জানের সদকা হিসেবে ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে মোংলা উপজেলার মিঠাখালীতে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দলটির মনোনয়ন প্রত্যাশী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ও বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক সুজন মোল্লার উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির মনোনয়ন প্রত্যাশী এম এ সালাম দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় জানের সদকা হিসেবে বাগেরহাট সদর উপজেলার ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ করেছেন।

মোংলা ও বাগেরহাট শহরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ দ্রুত সুস্থতা কামনায় কোরআন খতম, দোয়া মাহফিল ও তার জানের সদকা হিসেবে ১২টি এতিমখানায় শিক্ষার্থীদের খাওয়ানো জন্য ১২টি ছাগল বিতরণ অনুষ্ঠানে বিএনটি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের বিপুল সংখক মানুষ অংশ নেন।

(এস/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)