বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈর উপজেলায় মিনা অটো রাইস মিলস নির্মাণ কাজে বাধা দিয়ে মরিশাস প্রবাসী আসাদুল মিনার কাছে ২৫ লক্ষ টাকা চাঁদাবির অভিযোগ একই এলাকার মোকলেস মিনা, মোতালেব মিনা, মাহবুব মিনা গংদের বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার সকালে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাতিকান্দা এলাকায় মদিনাতুল উলুম কওমী মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করে দোষীদের বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী।

সংবাদ সম্মেলনে প্রবাসী আসাদুল মিনা বলেন, আমি আসাদুল মিনা রাজৈর উপজেলার তাতিকান্দা ২নং ব্রীজের দক্ষিন পাশে ২৮ নং নাগরদি মৌজায় তিনটি দলিল মূলে ৩৫ শতাংশ জমি ক্রয় করি এবং পৈত্রিক সম্পত্তি মিউটেশন করে চারিদিকে ইটের বাউনন্ডারি নির্মাণ করে দখল অবস্থায় আছি। এর মধ্যে ২১ নভেম্বর ২০২৫ শুক্রবার আমি আমার জমিতে মিনা অটো রাইস মিলস্ নির্মান কাজ শুরু করলে একই এলাকার বর্তমান মেম্বার মোকলেস মিনা, মোতালেব মিনা, মাহাবুর মিনা, রাঙ্গু মিনা, সম্রাট মিনাসহ অজ্ঞাত নামা ৪/৫ জন তারা নির্মাণ কাজে বাধা দিয়ে নগদ পচিশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদের দাবি না মানায় প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে মারধর করে আমার কাছে থাকা বিশ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আমি মাদারীপুর কোর্টে মামলা দায়ের করেছি। মামলা করার পর থেকে তারা মামলাটি তুলে নেওয়ার জন্য আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি এ বিষয়ে সরকার ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।

(বিডি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)