নগরকান্দা প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে গরকান্দা রিপোর্টার্স ইউনিটি চত্বরে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ দেশনেত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের একজন প্রতীক। তার সুস্থতা জাতির প্রত্যাশা।

দোয়া মাহফিলে স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা কামনায় সামনে আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

(পিবি/এসপি/ডিসেম্বর ০২, ২০২৫)