আতলেতিকোকে উড়িয়ে রিয়ালের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়াল বার্সা
স্পোর্টস ডেস্ক : ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। বল দখল থেকে আক্রমণ, সব জায়গাতেই আধিপত্য ছিল তাদের। তবুও খেলার ধারার বিপরীতে হঠাৎই পিছিয়ে পড়তে হয় শিরোপাধারীদের।
তবে সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় তুলে নেয় হান্সি ফ্লিকের দল। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধানও বাড়িয়েছে বার্সেলোনা।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুয়ে লা লিগার ম্যাচে প্রথমে গোল হজম করে বার্সেলোনা। ১৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে মোলিনার পাঠানো পাস ধরে দারুণ এক ভঙ্গিতে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন আলেক্স বায়েনা। রেফারি প্রথমে অফসাইড ধরলেও ভিএআরে বদলে যায় সিদ্ধান্ত।
গোল হজমের পরই আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ঘরের মাঠের দল। ২৬তম মিনিটে পেদ্রির চমৎকার থ্রু পাস থেকে রাফিনিয়া গোলরক্ষককে পাশ কাটিয়ে বল পাঠান জালে। দুই মাস পর মাঠে ফিরে এমন গোল তার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়।
প্রথমার্ধেই লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে ৩৬তম মিনিটে পেনাল্টি স্পট থেকে বল উড়িয়ে মেরে হতাশ করেন অভিজ্ঞ স্ট্রাইকার লেভানদোভস্কি। এরপর ইয়ামালের ক্রসে তার হেডটিও ফিরিয়ে দেন আতলেতিকোর গোলরক্ষক ইয়ান ওবলাক।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই চাপ বাড়ায় বার্সেলোনা। এর ফল আসে ৬৫তম মিনিটে। বক্সের বাইরে লেভানদোভস্কিকে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন দানি ওলমো। জটলার মধ্যে ফিরতি বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করে দলকে এগিয়ে দেন তিনি।
শেষদিকে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল আতলেতিকো। গ্রিজমান ও আলমাদা দুইজনই পেয়ে যান সময়-সুযোগ। তবে গোলের মুখ দেখতে পারেননি কেউই।
হতাশার পর্দা নামায় ম্যাচের শেষ মিনিটে ফেররান তরেস। আলেহান্দ্রো বাল্দের পাস থেকে ডান দিকে ফাঁকা জায়গায় বল পেয়ে তিনি শক্ত শটে ব্যবধান বাড়ান ৩-১।
১৫ ম্যাচে ১২ জয় ও এক ড্র নিয়ে ৩৭ পয়েন্ট বার্সেলোনার। শীর্ষেই আছে দলটি। রিয়াল মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ৩৩। তবে তারা একটি ম্যাচ কম খেলেছে। আতলেতিকো মাদ্রিদ ৩১ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
আগামী বুধবার আথলেতিক বিলবাওয়ের মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ, যেখানে জিতলে কমবে শীর্ষ দুই দলের পয়েন্টের ব্যবধান।
(ওএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৫)
