মোঃ জসিম উদ্দিন জুয়েল, টঙ্গী : গাজীপুর মহানগর ৪৯ নম্বর ওয়ার্ড এরশাদ নগর ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। 

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপি'র সাবেক যুগ্ম আহবায়ক ও গাজীপুর ৬ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম।

গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি'র সভাপতি দেওয়ান মিজানুর রহমান, সাবেক বৃহত্তর টঙ্গী থানা যুবদলের ১ নম্বর সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম কামু, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রিপন, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম বাবু, ৪৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আহসান উল্ল্যাহ।

বুধবার সকালে এরশাদ নগর ৮ নম্বর ব্লক শহীদ আহ্সান উল্লাহ্ মাস্টার ইসলামিক একাডেমি ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের কোরআন খতম পরবর্তী ঈসা বিন ছালামাহ্ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মঈনুদ্দিন শরীফ দোয়া পরিচালনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা রাষ্ট্রযন্ত্রকে অবৈধভাবে ব্যবহার করে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে স্লো পয়জনিং করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াকুব হাসান ঢালি।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রনেতা নজরুল সিকদার বাবু, সালাহ উদ্দিন আহমেদ, সাইফুল ইসলাম বাবু, রাহাত হোসেন সহ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষ।

(জেজে/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)