তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে গরু চুরি করে পালানোর সময় খাদে পড়ে ইঞ্জিন বিষফোরিত হয়ে আগুন লেগে পুড়ে গেছে পিকআপ ভ্যান। আজ বুধবার ভোরের দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সিলনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের নকড়িরচর গ্রাম থেকে গরু চুরি করে চোরচক্র একটি সাদা রং এর পিকআপ ভ্যানে উঠায়। পরে আবার আরেকটা গরু গোয়াল থেকে আনতে গেলে গরুর মালিক টের পেয়ে যায়। গরুর মালিকের চিৎকার শুনে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। চোর চক্রের সদস্যরা গরু রেখে নকড়িরচর থেকে পিকআপ ভ্যানে করে পারকুশলী হয়ে সিলনা বাজারের দিকে যেতে থাকে। সিলনা বাজারের ব্রিজ ভাংগা ছিল। তাই চোর চক্রের পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পিকআপের ইঞ্জিন বিস্ফোরিত হয়ে গাড়িটিতে আগুন লেগে যায়। তবে, এ সময় গরু চোর চক্রের সদস্যরা পালিয়ে যেতে যেতে সক্ষম হয় বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা। আগুনে গাড়ির বডি সহ প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। এখন শুধু কিছু লোহা লক্কর অবশিষ্ট রয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)