সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের শিকার নিষিদ্ধ খালে মাছ ধরার সময় ১০ জেলেকে আটক করেছে বনরক্ষীরা। এ সময় জব্দ করা হয়েছে জালসহ ৫টি নৌকা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আটক জেলেদের মধ্যে ৮ জনের বাড়ী খুলনার কয়রা ও দুইজনের বাড়ী বাগেরহাটের শরণখোলা উপজেলায়। 

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে আরো জানান, সুন্দরবনের অভয়ারণ্যের নদী-খালে সারা বছরই মাছ শিকার নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে মঙ্গলবার সন্ধ্যায় শরণখোলা রেঞ্জের অভয়ারণ্যের চান মিয়ার খালে তিনটি নৌকাসহ ৬ জেলে ও কালা মিয়ার খালে দুটি নৌকাসহ ৪ জেলেকে আটক করে বনরক্ষীরা। আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের বাগেরহাট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেন বলেও জানান ডিএফও।

(এস/এসপি/ডিসেম্বর ০৩, ২০২৫)