পঞ্চগড় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : দৈনিক আলোকিত সকাল'নামক একটি পত্রিকায় গত ১৭ নভেম্বর প্রকাশিত 'পঞ্চগড়ে তথ্য চাওয়ায় ক্ষিপ্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা অফিসেই বাস করছেন ব্যাংক কর্মকর্তা নানা অনিয়মের অভিযোগ 'শিরোনামে প্রকাশিত সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক মো: মোহতাসীম বিল্লাহ।
তিনি তাঁর প্রতিবাদ লিপিতে উল্লেখ করেন, "আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক মোঃমোহাতাসীম বিল্লাহকে জড়িয়ে গত ১৭ নভেম্বর তারিখে আলোকিত সকাল দৈনিকে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রনোদিত।প্রকৃত পক্ষে বার্তাপ্রেরক অফিস কক্ষে হঠাৎ করে প্রবেশ করেন, তিনি তার পরিচয় না দিয়েই অফিস কক্ষটিকে আবাসিক কক্ষ হিসেবে উল্লেখ করে মন্তব্য করেন।
এক পর্যায় তিনি এই ব্যাংকের অন্যান্যদের বহিরাগত বলে মন্তব্য করেন। এ ধরণের কথাবার্তার একপর্যায়ে তিনি নিজেকে একজন সাংবাদিক পরিচয় দিয়ে অফিস ত্যাগ করেন। অথচ পত্রিকায় তিনি যা উল্লেখ করেছেন, তা ডাহা মিথ্যা কথা এবং তার মনগড়া।আমি এবং আমার অফিসের সকল কর্মকর্তা কর্মচারী, গ্রাহকরা সংবাদমাধ্যমের সাথে জড়িত সকল সাংবাদিকদের যেমন সম্মানের চোখে দেখেন তেমনি প্রতিটি সংবাদকে গুরুত্বসহকারে মূল্যায়ন করে থাকেন।অথচ সাংবাদিকতার নামে এধরণের অপপ্রচার সংশ্লিষ্ট ব্যাংকের সুনাম নষ্টের শামিল। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"
(এআর/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
