রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে মাদকবিরোধী যৌথ অভিযানে মাদকসহ মো. মামুন সরদার (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে আটক করা হয়।

সেনা বাহিনী ও ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুরে কর্মরত ক্যাপ্টেন মাহমুদুল হাসান জিম (১৫ আর ই ব্যাটালিয়ান) এর নেতৃত্বে ফরিদপুর স্টেডিয়াম আর্মি ক্যাম্প হতে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে মো. মামুন সরদার (৩৪) নামক এক ব্যক্তিকে ২৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত মালামালসহ আসামিকে ফরিদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এসময় তার থেকে একটি মোটরসাইকেল, দু'টি মোবাইল ফোন ও নগদ ৬৬০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত মো. মামুন সরদার (৩৪) ফরিদপুর কোতয়ালি থানার ওফাজ উদ্দিন মাতব্বর ডাঙ্গীর মো. রাজা সরদারের পুত্র বলে জানা গেছে।

এ বিষয়ে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান 'দৈনিক বাংলা ৭১'কে জানান, মাদকসহ আটককৃত মো. মামুন সরদারকে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া, এধরনের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান ওসি নুরুজ্জামান।

(আরআর/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)