গোপালগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদো প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় র কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে বিপুলসংখ্যক বিএনপি নেতা-কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আলেম-ওলামা এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা'র সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, দপ্তর সম্পাদক নুর এ বোরহান লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আরিফুল ইসলাম পাবেল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, সাধারণ সম্পাদক ফারজানা পপি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজাউদ্দিন অপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন ঘোড়াপাড়া মসজিদের খতিব মোঃ আবু হুরায়রা। শেষে অসুস্থ দেশনেত্রীর সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
(টিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
