নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক রেজাউল করিম সেলিম (৭০) সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

৩ ডিসেম্বর বুধবার সকালে চোখের ডাক্তার দেখানোর জন্য ঢাকায় গিয়েছেন।সন্ধ্যার পরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন বলে তার বাড়ির লোকজন জানতে পারেন।

ঢাকা ফুলবাড়িয়া ফ্লাই ওভারের পাশে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন।সেখান থেকে আহত অবস্থায় পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে মারা যায়।

নিহত সাংবাদিক রেজাউল করিম সেলিমের স্ত্রী,এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সকল সাংবাদিকসহ এলাকাবাসী শোক প্রকাশ সহ তার শোকাহত পরিবারের জন্য সমবেদনা জানান।

(পিবি/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)